এমন কেন হয়, যখনই ভাল স্বপ্ন দেখি ঘুমটা ভেঙ্গে যায়।
কালকে দেখি নতুন জুতো নতুন জামা পরে
যাচ্ছি যেন ইস্কুলেতে ইস্কুলবাস চড়ে ।
নতুন নতুন বই খাতা সব করছিল চক্ চক্
এমন সময় হঠাৎ কোথায় শব্দ হল ঠক্ ।
চমকে উঠে জাপটে ধরি আমআর টিনের বাটি ,
সারাদিনের ভিক্ষার ধন, আমার জয়নকাঠি ।
ঘুমিয়ে ছিলাম স্বপ্নকাজল মাখিয়ে নিয়ে চোখে –
রশিদচাচা হাত বাড়াল বাগিয়ে নিতে তাকে ।
ফুটপাথেতে জাগি মোরা ফুটপাথে ঘুমাই,
তবুও ঘুমের ঘোরে আমার স্বপ্ন দেখা চাই ।