থিয়োরী অব রিলেটিভিটি পদার্থ বিজ্ঞানের একটি বিস্ময়! এই থিয়োরী অব রিলেটিভিটির কারনেই প্রবল ঝাকুনি খায় নিউটনিয়ান মেকানিক্স। পরম থেকে সব কিছু হয়ে যায় আপেক্ষিক! বাংলায় থিয়োরী অব রিলেটিভিটি নিয়ে খুব বেশি বই নেই বললেই চলে। তবে স্কুল কলেজের শিক্ষার্থীদের উপযোগী করে ড. মুহাম্মদ জাফর ইকবাল লিখা “থিয়োরী অব রিলেটিভিটি” সত্যিই একটি অসাধারন বই। খুবই সহজ ভাষায় লেখা,সহজেই বোধগম্য। চাইলে আপনিও চেষ্টা করে দেখতে পারেন!
ডাউনলোড লিঙ্কঃ থিয়োরী অব রিলেটিভিটি by ড. মুহাম্মদ জাফর ইকবাল