• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

বাংলা ব্লগ । Bangla Blog

এভারগ্রীন বাংলা ব্লগ

  • ই-বাংলা
  • লাইব্রেরি
  • হেলথ
  • ইবুক

গাছকাটা

December 3, 2007 by santwana

ও মামাগো শুনতে পাচ্ছো, গাছ কাটছে ভুলো!
গাছ কাটছে কাটুকনা সে, কানেতে দাও তুলো ।
কী যে বলো, গাছ কাটাট বেআইনী তা জানো ?
তুইতো জানিস বলনা গিয়ে গোল করছিস কেন ।
য়্যায় ভুলো, আয় নেমে আয় তো , গাছ কাটছিস কেন ?
বেশ করেছি আমার ইচ্ছা বাবার গাছ যেন ।
তবেরে ব্যাটা বাপ তুলেছিস ডাকবনাকি পুলিশ ?
গাছ নয়তো ডাল কেটেছি, দেখতে পাওনা , ফুলিশ !
তাইবা তুই কাটবি কেন, গাছটা আমআর জানিস !
তোর গাছ তো ডালপালাটা নিজের দিকে টানিস ।
ডাল বেয়ে চোর আসবে ছাতে পড়বে মাথায় বাজ।
চোরের সাথে আঁতাত্ করা বার করছি আজ ।
ওরে বাবা ডাল ভেঙ্গেছে পট্ পট্ পটাং,
ভুলোও ধূলোয় শুয়ে আছার খেল শটাং ।

Category: ব্লগTag: কবিতা

About santwana

Previous Post:অদ্ভুতুড়ে
Next Post:স্বপ্ন

eBangla.org