আমার ভাষা আমার জন্য, তোমার জন্য নয়ত।
আমার মত ছোট্ট ছেলে আছে কোথাও হয়ত।
আমি যখন বলব ‘চ যাই নীল পাহাড়ের দেশে’ ।
আমার সঙ্গে চলবে সে ঠিক কল্পরথে ভেসে।
আমি বলি ‘ভুতের দেশে মামদো ভুতের বাড়ি যাই’।
ছোট্ট বন্ধু বলবে ‘এমা, এটাই তো ঠিক আমি চাই’।
তুমি বলবে ‘ভেল্কি নাকি এসব তোমার চালাকি’।
কী করেই বা বুঝবে তুমি, ছোট্ট হবার জ্বালা কি!
ভাব মুলুকে ভাবের দেশের ভাবের ভাষা বোঝে যেই
আমার ভাষা তারই জন্য আর তো কারো এনট্রি নেই।