বাবা তোমায় ডাকিনিতো কোনোদিন ও তাই করেছ রাগ !
আজকে শুধু তোমার সাথেই করব খেলা ভাগ।
মাতো কবেই গেছে ছেড়ে- নিরুদ্দেশে
ভাই বোন নেই কোনো,
বাবা তোমায় থাকতে আমি দেব না ঘরকুনো
লঙা চেতন, টোটা, নয়ন
মায়ের সাথে আজকে থাকুক বসে।
আজকে শুধু তোমায়-আমায় জমবে খেলা কশে।
তবে চল বেড়িয়ে পড়ি
নীল পাহাড়ের দেশে।
সবুজ সাগর সফেন ঢেউ
যার পায়েতে মেশে।
ঐখানেতে পাহাড় ঘিরে গভীর জঙ্গল-
আঁধার রাতে হায়না যাবে হেসে,
তোমার বুকে থাকব ভয়ে ঘেঁসে।
দূরের থেকে দেখব কেমন চাঁদনি রাতে
ইতি-উতি চেয়ে-
হরিণছানা জল খেয়ে যায়
ঝরনা ধারায় গিয়ে।
বাঘ ডাকবে হুম্ হুম্ হুম্- সিংহ কেশর ফোলা
আমরা দুজন থাকব আপন ভোলা।
হাতির দল শুঁড় দুলিয়ে চলবে হেলে দুলে
সঙ্গে ওদের ছেলে পিলে-
তবু আমরা পাবনাতো ভয়-
বল দেখি বাবা সেটা কেমন করে হয়!
তাও জাননা- হেরে গেছ খেলায় আমার সাথে
তুমি-আমি যাব সেথায় আমার কল্পরথে।