• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

বাংলা ব্লগ । Bangla Blog

এভারগ্রীন বাংলা ব্লগ

  • ই-বাংলা
  • লাইব্রেরি
  • হেলথ
  • ইবুক

ঈদ মোবারক! আসসালাম।

September 10, 2010 by নিজাম কুতুবী

নিজে কিছু লিখতে জানি না। তাই দুঃখুর লেখা থেকে…

পথে পথে আজ হাঁকিব, বন্ধু,
ঈদ মোবারক! আসসালাম।
ঈদ মোবারক! আসসালাম।

আজি আরফাত-ময়দান পাতা গাঁয়ে-গাঁয়ে,
কোলাকুলি করে বাদশা ফকিরে ভয়ে ভয়ে,
কা’বা ধরে নাচে ‘লাত-মানাত’!!

আজি ইসলামী ডঙ্কা গরজে ভরি’ জাহান,
নাই বড় ছোট — সকল মানুষ এক সমান,
রাজা প্রজা নয় কার কেহ।

ইসলাম বলে, সকলের তরে মোরা সব্বাই,
সুখ দুখ সম-ভাগ ক’রে নেব সকলে মোরা ভাই ভাই

বুক খালি করে আপনারে আজ দাও জাকাত,
ক’রো না হিসাবী আজি হিসাবের অঙ্কপাত

ওগো কাল সাঁজে দ্বিতীয়া চাঁদের ইশারায় কোন
মুজদা এনেছে, সুখে ডগ-মগ মুকুলী মন!

আজিকে এজিদে হাসানে হোসেনে গলাগলি,
দোজখে ভেশতে ফুল ও আগুনে ঢলাঢলি,
শিরী ফরহাদে জড়াজড়ি!

বাহুর বন্ধে দুশমন, নাই দুশমনি
উভয়ে’ই আজ গালে গালে চুমু গড়াগড়ি

দাউ-দাউ জ্বলে আজি স্ফূর্তির জাহান্নাম,
শয়তান আজ ভেস্তে বিলায় শরাব-জাম,
দুশমন দোস্ত এক-জামাত!

পথে পথে আজ হাঁকিব, বন্ধু,
ঈদ মোবারক! আসসালাম।
ঈদ মোবারক! আসসালাম।

Category: ব্লগ

About নিজাম কুতুবী

Previous Post:ঘরে বসে টাকা উপার্জনের চিন্তা না করে অবসরটা উপভোগ করুন।
Next Post:জন্মদিনের বড় উপহারটা পেলাম

eBangla.org