গুরুমশাই রাগ করেছ কেন ? হয়নি পড়া বলে !
কাল যে আমার বিড়ালছানা কোথায় গেছে চলে।
তারই জন্য কান্নাকাটি, মাখামাখি কাদামাটি, খুঁজছি সারা পাড়া।
তুমি কেবল জান শুধু পড়া পড়া পড়া।
বিড়ালছানার জন্য আমার দিনটা মাটি হল।
তারই জন্য হয়নি করা তোমার অঙ্কগুলো।
দাওনা তোমার চশমাখানা দেখি চোখে দিয়ে,
ভয় পেয়ে ঠিক আসবে দেখো লেজটি গুটিয়ে।
তখন তুমি যত খুশি শিখিও আমায় পড়া-
বিড়ালছানা যতই ডাকুক দেবনাতো সাড়া।
নেবনাতো কোল ওক, দেবনা দুধ-ভাত
তোমার পাশে বসে পড়া করব দিন-রাত।
কিন্তু যদি দেখি দুঃখ খুব হয়ছে ওর মনে-
আর চোখেতে তাকিয়ে যদি দেখি ঘরের কোণে
গোঁফ ঝুলিয়ে আছে পুষি বসে।
আদর তখন করব খুব কষে।
তুমি যেন কোরোনাকো রাগ
ততক্ষনে হয় যাবে পড়া প্রথমভাগ ।