এটি আমার প্রথম লেখা। এ রোজনামচা পরিবারের সবাইকে অভিনন্দন আর শুভেচ্ছা জানিয়ে আমার রোজনামচা শুরু কোরছি।
এই মুহূর্তে জীবনানন্দ দাশের একটা কবিতা আমার তৃষ্ণানিবৃত্ত কোরলো। সেটি সবার সাথে ভাগাভাগি কোরে নেওয়া যাক না ক্যানো?
ইহাদেরি কানে / জীবনানন্দ দাশ
[কাব্যগ্রন্থ: মহাপৃথিবী]
একবার নক্ষত্রের পানে চেয়ে– একবার বেদনার পানে অনেক কবিতা লিখে চ’লে গেলো যুবকের দল; পৃথিবীর পথে-পথে সুন্দরীরা মুর্খ সসম্মানে শুনিল আধেক কথা;– এই সব বধির নিশ্চল সোনার পিত্তল মূর্তি: তবু, আহা, ইহাদেরি কানে অনেক ঐশ্বর্য ঢেলে চ’লে গেলো যুবকের দল: একবার নক্ষত্রের পানে চেয়ে– একবার বেদনার পানে।