ভাবছিলাম দু-চার লাইনের একটা লিরিক হবে। কাল বিছানায় শুয়ে পড়তেই মাথায় এসেছিল। আলসেমি করে আর লিখে রাখিনি। সকালে উঠে বেমালুম ভুলে বসে আছি। বড় রাগ হচ্ছিল। মনের মধ্যে ভাব জাগে, কিন্তু লিরিক না হয়ে উঠলে নিজেকে বড় ফাঁকিবাজ বলে মনে হয়। ভালোবাসাগুলোও প্রেম না হওয়ার এটা একটা অন্যতম প্রধান কারণ। যেগুলো হত পারত আমি অধম ফাঁকি দিয়ে দিয়ে সেগুলোর বারোটা বাজিয়ে দিয়েছি। অভিজ্ঞরা উপদেশ দিয়েছেন ভালোবাসা লালন-পালন করে বড় করে তুলতে হয়। মানে রেগুলার প্রাকটিস! কিন্তু প্রাকটিস হবে কি করে যদি ব্যাটে-বলেই না হয়।
ব্যাটে-বলে না হওয়াতে একের পর এক নষ্ট হতে থাকলো ফাঁকিবাজের প্রাকটিস সেশন। ভেবে ভেবে সেশনগুলোর একটা লিস্টি বানিয়েছি। কিছু দেখা যাক –
ভিন্ন ধর্ম
ভিন্ন জাত
বয়সে বড়
আত্মীয়া
পাশের বাড়ি
একই গ্রাম
গরীব-ধনী
ত্রিভূজ
ধনী-গরীব
কচি
ভিন্ন ধর্ম
আত্মীয়া
কচি
ইয়া মোটা
ত্রিভূজ
বিদেশী
ভিন্ন ধর্ম
বিদেশী
ভিন্ন ধর্ম
ভিন্ন ধর্ম
[দু-চারজন বাদ পড়ে গেলে আশা করি তারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন!]
ব্রীজের নিচ দিয়ে অনেক জল গড়িয়ে গেল। অবশেষে বুড়ো হলাম! মা-বাবা বলছেন আর একা থাকা “নিরাপদ” নয়। তারা খুঁজছেন তাদের মত করে। মেলে না। এখন ভাবি এর একটাও যদি লেগে যেত জীবনটাই অন্যরকম হতে পারত!