এক কলাতে দোলা লাগে
দুই কলাতে দুর
তিন কলাতে মনে জাগে
পাগলা বাঁশির সুর
চার কলাতে হেলে সে যে
পাঁচ কলাতে কাত
ছয় কলাতে পরে গেল
হল বাজিমাত
সাত কলাতে হ্রদয় নিল
আট কলাতে জান
নয় কলাতে মরলো সে যে
দশে গেল প্রান
এগারোতে ভুবন দোলে
বারয় পরে বাজ
তের তে যে ভুল হয়ে যায়
ফেরেস্তাদের কাজ
চোদ্দ কলায় মনে দোলায়
ফেরেস্তারাও সদয়
পনোরতে হারায় তারা
নারীর প্রেমে হ্রদয়
ষোল তে যে নারির প্রেমে
খোদা দিশা হারা
ওই কলাটি না দেখিও
দুলছে গ্রহ তারা
দেখাস নেরে ষোল কলা
বদলা রে তোর মত
ষোল কলা দেখাবি যেদিন
হবে কেয়ামত ।