বিসমিল্লাহির রাহমানের রাহিম।সবাইকে সালাম জানিয়ে আমি আজকের টিউন শুরু করছি।
আমরা যারা গুগল ক্রোম(Google Chrome) ব্রাউজার ব্যবহার করি তারা জানি এর সুবিধের কথা। সবার মত জানিনা আমার মতে ইন্টারনেট এক্সপ্লোরার, ফায়ার ফক্স,অপেরা বা অন্যান্য ব্রাউজার থেকে গুগল ক্রোমে ব্রাউজ করা অনেক মজাদার। আমাকে গুগল ক্রোম তাদের ব্রাউজারের গুন গাওয়ার জন্য ভাড়া করে নি তাই ববকানি বন্দ করলাম। তবে এ কথা বলে রাখি যে যারা এ ব্রাউজারটি একবার ও ব্যবহার করেননি তারা একবার চেখে দেখতে পারে।(হিডেনঃ এটি খুলতে ফায়ার ফক্স এর মত সময় নেয় না।)
ডাউনলোড লিঙ্কঃhttp://www.google.com/chrome
এতে অপেরার মত স্পীড ডায়াল আছে। যা আপনাকে নিউ ট্যাবে আপনার ঘন ঘন যেতে হয় এমন সাইট গুলো দেখাবে।
যাই হোক আমি আসলে গুগল ক্রোম এর জন্য কিছু মজার এক্সটেনশন সম্পর্কে আলোচনা করব।
আপনি এখনে ক্লিক করে যেতে পারেন গুগল ক্রোম এর এক্সটেনশন পেইজে। এক্সটেনশন গুলো ইনস্টল করে উপভোগ করুন আসল মজা।
যেমনঃ গুগোল মেইল চেকারGoogle Mail Checke
ইনস্টল করলে আপনাকে আর মেইল চেক করার জন্য মূল পেইজে যেতে হবে না। নতুন মেইল আসলে ইটি ই আপনাকে জানিয়ে দিবে।
ইমো(imo) ইনস্টল করে করে কয়েকটি অ্যাকাউন্টে এক সাথে লগ অন থকুন।
তারপর আছে টিভি ক্রোম এক্সটেনশন এটি ইনস্টল করে কয়েক হাজার টিভি দেখতে পারেন।(বাংলাদেশের দেশ টিভি ও দেখতে পারেন)
আছে এক্সটেনশন এফএম। গড়ে তুলুন আপনার মিজিক ওয়ার্ল্ড। আছে আপনার প্রয়োজনিয় আরো অনেক এক্সটেনশন।
আপনি ইচ্ছে করলে এক্সটেনশন গুলো ডিজেবল বা আন ইনস্টল করতে পারেন।