ভবঘুরের মত এক ষ্টেশন থেকে আরাক ষ্টেশন ঘুরতে ঘুরতেই জীবনের অর্ধেক সময় পার করে দিলাম। টিক রবি ঠাকুরের পরশ পাথরের ক্ষপার চরিত্রের মত আমারও অবস্হা । দেখতে দেখতে হটাৎ করেই বড় হয়ে গেলাম। যৌবনের হাত ছানিতে পাগলের মত ছুটলাম পৃথিবীর এপ্রান্ত থেকে অপর ফ্রান্তে, সাগরের সঙ্গে নদী যখন মিশে যায় তখন তার অস্তিত্ব হারিয়ে ফেলে সে, আস্তে আস্তে এগিয়ে যায় সে ইতিহাসের দ্বার প্রান্তে ঠিক একটি সত্য দিগন্তের মাথা ফুঁড়ে ঠাই দাড়িয়ে থাকে অসিমের হাতছানির অপেক্ষায় । তেমনিভাবে তোমাতে মিশে যাওয়ার আমার এই আকুলতা সৌদামিনির পন্কিল সরবরে যেন রাজহংশির পদচারনা ।
হে জিবন , তোমাকে নমঃস্কার ।