• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

বাংলা ব্লগ । Bangla Blog

এভারগ্রীন বাংলা ব্লগ

  • ই-বাংলা
  • লাইব্রেরি
  • হেলথ
  • ইবুক

অশীম রহমত (সনেট কবিতা)

April 11, 2010 by poetripon

অসীম রহমত (সনেট কবিতা)

 

বিধাতার অসীম রহমত প্রনয়,

দিলো বলে ধরায় শান্তি বিরাজ মান;

যানিনা কিভাবে গাহি তব গুন-গান।

তুমি যে আমার কাছে পরমও মতি,

যানিনা কিভাবে স্বরন করি তোমায়;

বল, কি দিয়ে তোমায় করিব বরণ?

আমি অকুলী, অজ্ঞ, তব করি স্বরন;

মন যে তোমার ভালবাসা চায় পতি।

 

আর যত দিন, আয়ু মোর আছে বাকী,

মুগ্ন হয়েই থাকি যেন দ্যানে তোমারি;

দিলেতো প্রনয় তাই মৌধরায় থাকি।

মা-বাবা,ভাই-বোন, দিলে প্রনয় গরি,

ভালবাসা বলে যদি কিছুই না হত;

তবে ধরাতে হানা-হানি লেগে থাকত। 

(সমাপ্ত)

 সূত্রঃ- কখ,খগ,কখ,খগ বর্ণে অষ্টক।
এবং
ঘঙ,ঘঙ,চচ, বর্ণে সষ্টক।

Category: ব্লগ

About poetripon

Previous Post:বুকের মাঝে গান
Next Post:Few snapshots from Trishal, Mymensingh

eBangla.org