আপনি যতই বলুন- ‘এই ব্যাটা, হাত দিয়ে খা, সময় ও খরচা দুটোই বাঁচবে’ তাদের কান পর্যন্ত তা পৌঁছবে না। কেননা জাপানীজদের কাছে সময় ও খরচের চেয়ে ট্রাডিশনটাই বড়। আর সেটা করতে গিয়েই দেখা গেছে প্রতিবছর এরা ৯০হাজার টন সপরিমানের কাঠের চপস্টিকস্ নষ্ট করে।
এভারগ্রীন বাংলা ব্লগ