“এটা আমি সেই সব মানুষদের জন্য উৎসর্গ করলাম, যারা এখনও পবিত্র ও সত্য ভালবাসায় বিশ্বাস করে।”
আমার লেখাটি কেমন হল, জানবেন।
কিছু কথা এমন থাকে যা কাউকে বলা যায় না
কিছু অনুভূতি এমন থাকে যা কাউকে দেখানো যায় না
কিছু কষ্ট এমন থাকে যা কখনো জানানো যায় না
কিছু সম্পর্ক এমন থাকে যা কখনো প্রকাশ করা যায় না।
কিছু ইচ্ছা এমন থাকে যা কখনই সম্ভব হয় না
কিছু স্বপ্ন এমন থাকে যা কখনই পূরণ হয় না
কিছু স্মৃতি এমন থাকে যা কখনই ভোলা যায় না
কিছু মনের মানুষ এমন হয় যে কখনই বিদায় হয় না,
কিছু ঘটনা এমন হয় জা আজীবন কষ্ট দিয়ে যায়…
ওগো চাঁদ,
কেনো তুই আসলি আমার জীবনে,
রঙীন জীবনের স্বপ্ন দেখিয়ে
চলে গেলি নিষ্ঠুর সমাজের ভয়ে।
যদি দূরেই থাকতে চেয়েছিলি,
কাছেই বা কেনো আসল.
যদি কাদাটেই চেয়েছিলি,
কেনই বা আমায় হাসালি।
যদি এতই ছিলো বাস্তবতার ভয়,
কেনই বা দিলি আমায় সময়।
যদি এতই থাকতো সমাজের ভয়,
কেনই বা ভালবাসলি এই আমায়?
যদি একলাই চেয়েছিলি কাঁদতে,
কেনই বা দিয়েছিলি ওয়াদা
থাকবি আজীবন এক সাথে;
তবু কেনই বা এই ছলনা।
জীবনের ব্যস্ততায় হয়তো বা ভুলে যাবি এই আমায়
কিন্তু তুই থাকবি আজীবন আমার হৃদয়ের পাতায়,
যদিও সময়ের বাস্তবতার নিষ্ঠুরতায়
তলিয়ে যাবে আমাদের হৃদয়ের পরিচয়।
নিয়তি দেয়নি সঙ্গ দেখবো তোকে,
তবু নেই কোন অশ্রু আমার চোখে,
তুই তো আমার অংশ, আমার হৃদয়,
হৃদয়কে কি বল কখনও দেখা যায়?
তোকে দেখিনি আমি তবু
শুনি তোর হৃদয়ের ক্রন্দন,
কি অদ্ভূত মেয়ে তুই,
সমাজের তরে হলি নিঃশেষ তুই।
তোর হৃদয়ের ছবি আঁকব আমার আঙিণায়,
হয়তো বা ভুলে যাবে এই সমাজ আমায়,
তবু কেউ ভুলবে না ভালবাসা তোর,
তোর ভালোবাসা থাকবে আজীবন অমর।
এই সমাজ করলেও আলাদা আমাদের হৃদয়,
হবে আমাদের মিলন খোদার ভালবাসার আঙিণায়।
চাই না তবু বলতে হয়,
বিদায় বন্ধু বিদায়;
যেনো মৃদু বাতাসের ঝাপটায়
তছনছ হয়ে গেলো দুটি হৃদয়।
“ভালবাসা কোন খেলা নয়, এটা কোন লোক দেখানো কোন অনুভূতিও নয়। আজকাল এমন অবস্থা হয়েছে, ভালবাসা এখন টিস্যুর মত মানুষ ব্যবহার করছে যেন এটা কোন অনুভূতি নয়, এটা একটা বস্তু। আধুনিকতার নামে চলছে জীবনের বিনাশ, চলছে প্রতারণা। হায়!”