• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

বাংলা ব্লগ । Bangla Blog

এভারগ্রীন বাংলা ব্লগ

  • ই-বাংলা
  • লাইব্রেরি
  • হেলথ
  • ইবুক

চাই যৌবনের শেষ সিঁড়ি

April 1, 2010 by নিজাম কুতুবী

শিশুর মত দোলনায় করে
বৃদ্ধ লোকটিকে নিয়ে যায় দু’জন
দু’কাঁধে বয়ে।
বয়েসের পীড়ায় অবিশ্রান্ত কম্পমান সে।
সত্তুর নাকি বয়ে গেছে তার,
বর্ষ চাপে কুঁজো হয়ে গেছে হৃদয়-শরীর।
অকর্মা পদার্থ বলে পরিচিত
সময়ের কাছে,
তাই নিভুনিভু আলোতেও দু’কর্মাকে
আটকে রাখে।
এভাবেও সে বাঁচতে চায়,
ব্যস্ততম পৃথিবীর কাছে-সংখ্যাহীন
জনস্রোতের গর্ভে।
কখনও ইচ্ছে জাগেনা তার চলে যেতে।
অথচ! পৃথিবী চায়না এমন বেঁচে থাকা,
আমিও চাইনা বর্ষ চাপে কুঁজো হওয়া।…..ও,
অকর্মা জীবন।
আমি চাই যৌবনের শেষ সিঁড়িতে,
নিঃশব্দে চলে যেতে, খোদার কিনারে।
=================

Category: ব্লগTag: কবিতা

About নিজাম কুতুবী

Previous Post:A Humble Request to My Dear Fellow Compatriots
Next Post:“অদৃশ্য ভালবাসা”

eBangla.org