সব খানে ব্যস্ততার মহড়া
ছোটদের অগ্রণী ভূমিকা।
বড়রা পাথুরে চোখ মেলে স্বপ্ন দ্যাখে
যেন কোন মহাযুদ্ধে দু’পা হারানো পঙ্গু।
যদিও বড়দের আশ-পাশেই
ছোটদের জীবন চলে
তবুও ছোটরাই প্রকৃত প্রেম, নির্ভরশীলতা
নতুনত্বকে ছড়িয়ে দেয়
স-ব খানে—
মহাশূন্যেও।
এভারগ্রীন বাংলা ব্লগ