• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

বাংলা ব্লগ । Bangla Blog

এভারগ্রীন বাংলা ব্লগ

  • ই-বাংলা
  • লাইব্রেরি
  • হেলথ
  • ইবুক

এক মুঠো খাবারের সন্ধানে

March 17, 2010 by নিজাম কুতুবী

বিদগ্ধ পেটের যন্ত্রণায়
এক মুঠো খাবারের সন্ধানে
অনাহারী কিশোর, টোকাইরা।
মাটি আকঁড়ায় কিংবা ডাষ্টবিন
বাড়ী ছেড়ে, দূরে.. বহুদূরে..
এবং রাজপথে।

কখনও বা পরিণত বয়সী যুবকের
কষ্টখানি তুলে নেয়
ছোট্র কচি কাধেঁ
এক মুঠো খাবারের আশায়।

কখনও বা ফসল তুলার সময়
দিনের পর দিন কেটে যায়
এ বাড়ী থেকে ওবাড়ী
দুপুরের উত্তপ্ত রোদে
ধান কাটে কিংবা মাড়াই করে
বিস্তীর্ণ খোলা মাঠে এবং বাড়ীর আঙ্গিনায়।
ফসল কাটতে গিয়ে…
কাস্ত গুলি যখন তেতে লাল হয়ে উঠে
অথবা ফুসকা পড়ে হাতের তালুতে
একের পর এক..।
তেমন একটা রোদে পুড়া দিনে
রেল ষ্টেশনের দিকে ছুটে এবং ছুটে..
বাড়ী ফেরার স্বাধে, স্বপ্নীল আশায়…।
————————–

Category: ব্লগTag: কবিতা

About নিজাম কুতুবী

Previous Post:“SCREAM OF LOVE” -about the real love (by me)
Next Post:সব খানে ছোটরা

eBangla.org