বহুদিন পর কবিতা লিখছি, প্রায় দু’মাস। আমার জন্যে দীর্ঘ বিরতিই বটে। রাই – সিরিজ এর কয়েকটি কবিতা পর পর আপনাদের সামনে লিখব ভেবেছি। পুর্নেন্দু পত্রীর পরোক্ষ অনুপ্রেরণায় লিখছি।আজ একটি কবিতা। রচনাকালঃ নভেম্বর-ডিসেম্বর ২০০৮
একদিন রাতে স্বপ্ন দেখে দীপ চমকে উঠেছি।
তোমার অনাবৃত লোমশ দেহ খুবলে নিচ্ছি আমি।
চেটেপুটে রক্ত খাচ্ছে হিংস্র নেকড়ে।
সেদিন একটা খবর পেলাম।
ইরানে কোন গোপন সম্পর্কের শাস্তিতে,
ছেলেটির জননাঙ্গ মুচড়ে ছিঁড়ে নেওয়া হয়েছে।
হাতের ওপর দিয়ে চলে গেছে দৈত্যের মত বিরাট ট্রাক।
ওরা বলেছে , জান, মেয়েটিকে বন্ধ্যা করে দেবে।
মাকে জড়িয়ে ধরেছি ভয়ে।
ভীষণ ভয় করছে দীপ।
কোথায় তুমি?
ভারতবর্ষ কখনো ইরান হয়ে যাবেনা তো?