ব্লগে প্রথমবার লিখছি। মানে বাংলাতে। অভ্র কি-বোর্ডে এখনো সড়গড় হয়ে উঠতে পারিনি বলে যারপরনাই অসুবিধে হচ্ছে। দেখি।
কী যে লেখা যায়। কবিতা? একদিন কবি জয় গোস্বামীকে ফোনে পড়ে শুনিয়েছিলাম নিজের একটি লেখা। শুনে উনি কী বললেন জানেন?
আমি লিখেছিলাম – “ঘুমন্ত পা মাড়িয়ে গেছে তার কিশোরীবেলার বুকের মতন ঘাস”
উনি বললেন বুকের মত ঘাস বলবেন না। তাহলে মনে পড়ে যাবে জঙ্গলের কথা। ঘাসের সাথে তুলনা করতে পারেন উরুসন্ধিকে। কী বিপত্তি বলুন তো?
আরে বাবা, আমি তো ঘাসের মত বুক বলি নি, বলেছিলাম বুকের মত ঘাস। কী করি দাদারা?