প্রায় অনেক সাক্ষাতকারেই বিশেষ করে সাহিত্য বা সংস্ক্বতি পরিমন্ডলের লোকজনকে এই প্রশ্নটা করা হয়-পাহাড় না সমুদ্র, কোনটা বেশী ভালো লাগে?
কেউ বলেন পাহাড়ের সুউচ্চতাকে ভালো লাগে, কেউ বলেন, সমুদ্রের বিশালতা। আবার কেউ এক কাঠি বেশী সরেস-উনারা পাহাড়ের চুড়ায় বসে সমুদ্রের বিশালতাকে উপভোগ করতে ভালোবাসেন।
আমার কথা হলো, এটা কি কোনো মনস্তাত্বিক প্রশ্ন, যার মাধ্যমে আমরা কারো রুচিবোধ সম্পর্কে ধারনা করতে পারি? আমি জানি না, এই প্রশ্নের মর্মার্থ কি? জানতে চাই আপনাদের কাছে। আপনাদের কি ভালো লাগে এ দুটোর মাঝে। নাকি ভালো লাগে প্রকৃতির অন্য কোনো সৌন্দর্য …………………….
আমার যেমন পাহাড় বা সমুদ্রের চেয়েও ভালো লাগে গভীর রাতের নির্জনতা।