আমার বাংলা ব্লগিং এর অভিজ্ঞতা খুব বেশী দিনের না। আবার, ঠিক মনেও করতেও পারছি না কিভাবে ব্লগিং এর লিঙ্ক পেলাম। মনে হয় নেটে ঘোরাঘুরি করতে করতেই লিঙ্ক পাওয়া।
এখন তো সময় পেলেই ক্লিক ক্লিক করি। যদিও লিখতে পারিনা তেমন কিছুই। তারপরেও, অবসর পেলেই এখন ব্লগে ঘোরাঘুরি করি। ভালো লাগে ঘুরতে।
এভারগ্রীন ব্লগের গেট আপটা বেশ ভালো। একটা ত্রুটি চোখে পড়লো, মনে হলো এডমিনকে নোটিস করি। সেটা হলো, প্রথম পাতাতে ‘ব্লগ লিখুন’ অপশনটি কোথাও দেখছি না। এটা থাকলে মনে হয় ভালো হতো। আরেকটা প্রশ্ন, আমার নিকটি বাংলা করবো কিভাবে?
আশা করি, এক সময় এই বাংলা ব্লগটিও ব্লগারে ব্লগারে ব্লগারণ্য হয়ে উঠবে। সেইদিন এই আমিই মনে হয় হারিয়ে যাব কাজের ভীড়ে।
একটু অবসর পেলাম, কাজ নেই, তাই খৈ না ভেজে ব্লগটা একটু ভাজাভাজি করে গেলাম।