• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

বাংলা ব্লগ । Bangla Blog

এভারগ্রীন বাংলা ব্লগ

  • ই-বাংলা
  • লাইব্রেরি
  • হেলথ
  • ইবুক

যেখানেই যাই যেদিকে তাকাই

February 10, 2010 by শ্রাবণ আকাশ

যেখানেই যাই যেদিকে তাকাই, তুমি তুমি তুমি তুমি… ছোটোবেলাকার সিনেমার গান। মনে হয় কুমার শানু গেয়েছিলেন। খুব সম্ভবত আশিক-প্রিয়া ছবি। শুধু শুনতাম। ভালো লাগত। ঐ পর্যন্তই। কিন্তু মনের ভিতর কিছু হতো বলে মনে পড়ে না। ভাবনা জুড়ে অনেক কিছুর আনাগোনা হতো…সবই এলোমেলো।
ইদানিং শুধু যাওয়া আর তাকানোর মধ্যেই নেই; মনের সমস্ত ভাবনা জুড়ে আর নিজেকে একা দেখতে পারছি না। মনে মনে যেখানেই যাই, সাথে তুমি তুমি আর তুমি…

Category: ব্লগTag: কুমার শানু, গান, ছবি, মন

About শ্রাবণ আকাশ

Previous Post:পথকলি বা টোকাই ।
Next Post:নেই কাজ তো ব্লগ ভাজ

eBangla.org