আজ ভোরে ঘুম ভাঙলেও খুব আলসেমি লাগছিল। তাই পার্কে দৌড়াতে যেতে যেতে একটু দেরী হয়ে গেল।
আজকাল আর আইপড নিয়ে দৌড়াতে যাচ্ছি না। ৪র্থ জেনারেশনের আইপড। এতদিনে আমার মতই বুড়ো হয়ে গেছে। ব্যাটারী একটু পরের ডাউন হয়ে যায়। জি১ ফোনসেটটিতেই গান আপলোড করে নিয়েছি। কাজ চলে যাচ্ছে। তবে গানগুলো অর্গানাইজড করা হয়নি বলে র্যানডমলী বাজতে থাকে।
প্রথমে বাজতে শুরু করেছিল তপন চৌধুরীর গান। সারাদিন এটাই মাথার মধ্যে গুণগুণ করছে-
কাষ্ঠে লোহায় পিরিত করে
নৌকাটি সাজাইয়া পরে
দুইয়ে মিলে যুক্তি করে
শুকনাতে থাকেনা…
ভাবছিলাম- হায়রে পিরিতি…