“বাড়ি যাও, সন্তান জন্ম দাও!” নির্দেশটা অদ্ভুত। শুনতেও তাই।
বিবিসি মতে এমনই নির্দেশ দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের। কারণ তাদের দেশে জন্মহার কমে যাওয়ায় দেশে বয়স্ক মানুষের অনুপাত বেড়ে যাচ্ছে। কমে যাচ্ছে জনশক্তি।
কিন্তু শিশু লালন-পালন ও শিক্ষার বিপুল ব্যয়ভার বহন করতে না পেরেই লোকজন সন্তান নেয়া কমিয়ে দিয়েছে বলে ধারণা করেছেন সমালোচকেরা।
অথচ আমাদের দেশের কি অবস্থা!