আজকের দৈনিক প্রথম আলোতে “সুখ চাহি নাই, জয়! জয় চেয়েছিনু” শিরোনামে এবিএম মূসা লিখেছেন দারুন একটা সময়োপযোগী সম্পাদকীয়। অবশ্য পাঠনীয়: http://prothom-alo.com/detail/date/2010-01-21/news/36392
গুরু-গাম্ভীর্য্যের দোহাই দিয়ে বরাবরই আমি সম্পাদকীয় এড়িয়ে চলার ভুল করতাম। “জয়-পরাজয়” আর “দেশ কেনা-বেচা”র গোলকধাঁধা থেকে মুক্তি পাওয়ার আশায় এই লেখাটি পড়তে শুরু করেছিলাম। লেখাটি পড়ে মনে হচ্ছে- আমি অধম আর কে, অনেক বড় বড় রথী-মহারথীরাই এই চক্রব্যূহে ঢুকে পড়েছেন; বের হবার কৌশল কেউ জানেন না! তবে অনেকেই আমার সাথে একমত হবেন যে এই লেখাটি পুরো দেশবাশীরই মনের কথা। তাই চক্রব্যূহ রচনাকারীদের উচিত অতি শীঘ্র এই ব্যূহ থেকে আমাদের সবাইকে মুক্ত করা। “জয়-পরাজয়”-এর আনন্দ-বেদনা আর “কেনা-বেচা”র লাভ-লোকসান- কোনটার ভাগই না বুঝে নিতে রাজী না; আগে ঘটনাগুলো খুলে বলুন সরকার আর বিরোধীদল, দেখি আমাদের বোঝাতে পারে কিনা…