তুমি এলে…
বাজবে সানাই, জ্বলবে ধূপ; বাসনাই আগর
আতশবাজি পুড়বে সে রাত রাশি-রাশি
তুমি এলে. . .
গোলাপদানি উজার হবে
বিলাবে সুবাস
চন্দন গতর
তুমি এলে. . .
ভুলবে গোলাপ কাঁটার যাতনা
মুঠি-মুঠি দল নিংড়ে বেরুবে-
তোমার চরণ ধোওয়ার আতর
তুমি এলে. . .
চাঁদোয়া খাটাবে সুনীল আকাশ
জ্বালবে পিদিম নক্ষত্র রাজি
তুমি এলে. . .!