এইসব ভালোবাসা-বাসির ভীড়ে
তোমরা যখন মিশে যাও চন্দ্রীমা –
সোহরাওয়ার্দী উদ্যান
রমনা চত্তরে
অপরাজেয় বাংলার পাদদেশে বসে যুগল যখন
মিথ্যে প্রতিশ্রুতির ভাঁজে হাতে রাখে হাত
আমি তখনও তোমাকে ‘ভালবাসি’ বলিনা
অপূর্ব এ শব্দটিকে লালন করি প্রাণের স্পন্দনের যোজনে
‘ভালবাসা’ নামের অদৃশ্য ছুড়িতে করিনা খুন;
আমি খুনী হতে চাইনা বলে