কুলাউড়ার বিভিন্ন চা বাগান এলাকার হ্রদ ও জলাশয়ে অতিথি পাখি নির্বিচারে নিধন করছে শিকারিরা। ধানের সঙ্গে বিষ মিশিয়ে নিঝুম হ্রদের পাড়ে শিকারিরা রেখে দিচ্ছে। বিষযুক্ত খাবার খেয়ে পাখিরা নিস্তেজ হয়ে মারা যাচ্ছে। গত বুধ , বৃহস্পতি ও শুক্রবার গাজীপুর চা বাগান ও রাংগিছড়া, কালিটি চা বাগানের পার্শ্ববর্তী গ্রাম করেরগ্রাম এলাকায় ১৫/১৬টি পাখি বিষ খেয়ে মারা গেছে। এলাকাবাসী জানিয়েছেন, এলাকার কয়েক যুবক পটাশ মিশ্রিত ধান খাইয়ে বেশ কয়েকটি বক ধরে বাজারে বিক্রি করেছে। গত তিন দিনে ওই এলাকায় আরও কয়েকটি মৃত পাখি পাওয়া গেছে।
এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি ইকবাল আহমদ জানান, পাখি নিধনকারীদের বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি ইকবাল আহমদ জানান, পাখি নিধনকারীদের বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।