হ্যাপী নিউ ইয়ার ২০১০!
বছরটা কার কেমন কাটবে, জানিনা। আমার শুরুটা মন্দ হয়নি।
স্নো আর ঠাণ্ডা ওয়েদারের জন্য শেষ দুই সপ্তাহ ব্যায়াম/দৌড়ানো অনিয়মিত হয়ে গিয়েছিল। ফলে মনটাও কেমন যেন বিক্ষিপ্ত ছিল।
গতকাল দিনভর স্নো পড়েছিল। রাতের দিকে অনেকটা গলেও দিয়েছিল। ওয়েদার রিপোর্টে দেখেছিলাম আজকের দিনটা ভালো যাবে। ঠাণ্ডা কম আর বাতাস নেই বললেই চলে। ঠিক করেছিলাম সকালে আবার দৌড় শুরু করবো। তবে রাত ১২টা পর্যন্ত জেগে ছিলাম। ভাবছিলাম ওকে একটা কল দিয়ে উইশ করি। গত দশ বছর ধরেই তো ভাবছি। কিন্তু কোনো বছরই শেষ পর্যন্ত কলটা দেয়া হয়ে ওঠেনি। জানিনা ওরও এরকম হয়ে কিনা। নাকি একেবারেই ভুলে গেছে…
সকালে পার্কে গিয়ে দেখি ট্রাকে আইস জমে আছে। পার্কের বাইরের রাস্তা পরিষ্কার। তো রাস্তা দিয়েই শুরু করলাম। অনেকদিন পর কিনা তাই স্লো দৌড়াচ্ছিলাম। পায়ের সামনের দিকটা একটু ব্যথা করছিল। মিনিট ৪০-এর মতো দৌড়ে চলে এসেছি। অনেকটা ফ্রেশ লাগছে। তবে কাল রাতে এত ইচ্ছে থাকা সত্বেও যে ওকে একটা কল দিতে পারলাম না, তাই বুঝতে পারছি আজ সারাদিন ও আমার মনটা জুড়ে থাকবে… কি জানি, মনে হচ্ছে দিন দিন ব্যাপারটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে…
দেখা যাক বাকি দিনটা কেমন যায়…