নতজানু বৃষ্টির শাড়ি টিনের কুচির পর
নক্ষত্রের রুপোলী বোতাম ঢেকে গেছে
কালো মেঘের চাদরে
জলের বিছানে আরমোড়া ভাঙা
পাখালির ঠোঁটে-ঠোঁট
শব্দে বিহ্বল জীবন-জোয়ার চারিদিক
তার ঢেউ এসে পাখিদের ঠোঁটে লাগছে
তুমি কি ঘুমিয়ে রয়েছ এই রাতে –
ডানাহীন?