এখানে অরণ্য গড়ে উঠুক
জন্মাক লতা-পাতা-গুল্ম-ঘাস,
বৃক্ষরা বেড়ে গড়ে তুলুক
সবুজ বনানী
অ-প্রিয় শব্দরা চলে যাক
সুদূর নির্বাসন
লোকালয় ছেড়ে হেঁটে চলি চলো
ছায়া-ঢাকা নির্জন কোনও পথ
পায়ের ধুলোয় ছুটে চলুক
কালো ঘোড়াদের খুর
সংকত দিয়ে যাক
ঝরা পাতার মর্মর
না-বলা-কথা বলার সময় এখনই
চলোনা মুখর হই তুমি-আমি
মুখো-মুখি বসি চলো তিতাসের পাড়
উত্কর্ণ হয়ে আছি
শুনিতে তোমার –
অমীয় সেই মুখ-বাণী