পতাকা উড়ছে অবিরাম বুকে ওই
হাতছানি দেয় সাহসী প্রত্যয়
সাহস ফুটায় মুখে কথার খৈ
একবারও যেন না হয় –
উচ্চারণ; বি-জাতীয় শব্দ
বিদেশী সুরের গান
আপন সুরে নিজের বোলে বলবো;
বলবে ওরাও –
জানবে শিখবে দেখবে বিশ্ব চেয়ে
বাঙালীর টান কতখানি দৃঢ়
মাতৃভাষা বাংলাতে