• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

বাংলা ব্লগ । Bangla Blog

এভারগ্রীন বাংলা ব্লগ

  • ই-বাংলা
  • লাইব্রেরি
  • হেলথ
  • ইবুক

আকরামের অভিযোগই তাহলে ঠিক!

November 27, 2009 by শ্রাবণ আকাশ

পাকিস্তানিদের দেখলেই আমার ওদেরকে কেমন যেন চোর চোর বলে মনে হয়। ওদের চেহারা আর ভাবভঙ্গিটাই এর প্রধান কারণ। জানি ব্যাপারটা ঠিক না। তাদের মধ্যে নিশ্চয়ই অনেক ভালো মানুষ আছে, কিন্তু নিজেকে এই ভাবনা না ভাবা থেকে বিরত রাখতে পারি না। সেজন্য নিজেকে আচ্ছা করে বকেও দেই মাঝে মাঝে!
লেখার টাইটেলটা দৈনিক প্রথম আলো থেকে ধার করা। এই শিরোনামে পত্রিকাটি খবরটা প্রকাশ করেছে- “চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে হুমা আকরামের মৃত্যুর পর পাকিস্তানের কিছু রাজনীতিবিদ শোরগোল তুলেছিলেন। চিকিত্সায় অবহেলাই তাঁর মৃত্যুর কারণ বলে অভিযোগ করা হয়েছিল। তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটির প্রতিবেদনে চিকিত্সকদের অবহেলাকেই দায়ী করা হয়েছে। তবে দায়টা চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের চিকিত্সকদের ওপর যায়নি, দায়ী করা হয়েছে লাহোরের ন্যাশনাল হাসপাতালের চিকিত্সকদের।”
ন্যাশনাল হাসপাতালের চিকিত্সকদের যদি এই অবস্থা হয়, তাহলে আর বাকি থাকে কে…

Category: ব্লগTag: দৈনিক প্রথম আলো, পাকিস্তান, রাজনীতি

About শ্রাবণ আকাশ

Previous Post:মনে পড়ছে খুব
Next Post:ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ

eBangla.org