দৌঁড়াতে গিয়ে আইপড নিয়ে ঝামেলা হচ্ছে। একটু পর পরই অফ হয়ে যায়। মনে হচ্ছে পুরোনো হওয়ায় ব্যাটারীতে সমস্যা হচ্ছে। অথবা ঝাকুনির জন্যও হতে পারে।
সেলফোনে কার্ডিও ট্রেইনার সফটওয়ারটা থাকায় সেটাও সাথে নিয়ে দৌঁড়াচ্ছি। দূরত্ব গতি ক্যালোরি সময়- সবকিছুর হিসাবটা রাখছে। দেখলাম আরো অনেকটা জায়গা আছে। গানগুলো এটাতে লোড করে নিলেই হয়। তবে একটা ভিন্ন ধরনের হেডফোন কিনতে হবে। তাহলে আর আইপডটা নিতে হবে না। এমনিতেই মডেলটা অনেক পুরোনো হয়ে গেছে।
শেষ দুইবার ঘাসের মাঠে দৌঁড়ালাম। পায়ে ব্যথা কম লাগছে। ভাবছি এটাই চালিয়ে যাব। ব্যাথা একদম না লাগলে তবেই আবার রাননিং ট্রাক সারফেসে শুরু করবো।