আগামী ৭ … ১৮ ডিসেম্বর কোপেনহেগেনে বিশ্ব–আবহাওয়া বৈঠক। তারই পরিপ্রেক্ষিতে দু–একটা কথা। …
গত কতগুলো বছর ধরে এখানে ঋৃতুর নেই কোনও স্থিরতা আর নির্দীষ্টতা; পৃথিবীর আবহাওয়া ভয়াবহ ভাবে পাল্টাতে চলেছে …
অনেক আবহাওয়া–বিশেষজ্ঞদের মতে এর প্রধান কারণ অর্থশালী–অর্থলোভী দেশ আর সম্প্রদায়–গোষ্ঠীর ভাবনা হীন আর দায়িত্ব হীন কর্মধারা আমাদের এই ধরিত্রীকে শোষণ আর বলাৎকার করেছে, যার অবশ্যম্ভাবী পরিণতি এই গোটা দুনিয়ার আবহাওয়া–পরিবর্তন। এর কোনও প্রতিবিধান সম্ভবতঃ আজ আর নেই … আজ থেকে বিশ সাল আগে এর প্রতিবিধানের যে শেষ সুযোগটা ছিল সেটাকে অবজ্ঞা করে আর বিশেষজ্ঞদের নির্দেশ উপেক্ষা করে আর্থিক শক্তিশালী দেশগুলি তাদের ব্যাবসায়িক লাভের উপলক্ষে ঠেলে দিয়েছে পৃথিবীটাকে আগামী আবহাওয়া–দুর্যোগকাল পথে। ধরার উষ্ণতা বিশেষতঃ মেরুদেশে বাড়ছে ক্রমাগত … অস্বাভাবিক ভাবে, হিম–শৈলের গলন নিয়েছে ভয়াবহ রকমের দ্রুতগতি, এই ভাবে ভাবনা বিহীন পথে চললে সম্ভবতঃ আগামী তিরিশ বৎসরের মধ্যে ইওরোপে আসবে সাহারামরুর আবহাওয়া; মালাদ্বীপ এবং বহু নিম্ন উচ্চতার ভূমি হয়ত অবলুপ্ত হবে, হারিয়ে যাবে সমুদ্র–মহাসমুদ্রের মাঝে। ইতিহাসের পাতা থেকে জানবে আগামীকালের অধিবাসীরা ধরিত্রীর বুক থেকে খসে সাগরে তলিয়ে যাওয়া ভূখণ্ড–কথা, পরবে হয়ত পাঠকের একটা দীর্ঘশ্বাস … তখন, নূতন করে লিখতে হবে ভূগোল আর ভূ–বিদ্যা।
কেন এমন হল? আগামী পৃথিবীর নাগরিকদের এই প্রশ্নের সঠিক উত্তর কি তারা দেবে, যারা প্রস্তুত করেছে ঐ দুর্যোগ এবং বিপন্ন করেছে এ ধরণীকে ক্ষমতা, ধন আর শক্তি লোভে; … ক্ষমতালোভে আর তার ঔদ্ধত্যে যারা পদদলিত করেছে মানবিক অধিকারকে! আজ তারা প্রস্তুত নয় এই প্রশ্নের উত্তর দিতে, কেনই–বা তারা কৈফিয়ৎ দিতে যাবে, ক্ষমতাবলে গোটা দুনিয়াটা এখনও ওদের মুষ্ঠিগত। ছোট দুর্বল দেশগুলি তাদের স্বৈরাচার প্রভুত্বকারী সম্প্রদায়ের প্রভাবে আজ পর্য্যন্ত ওদের তাঁবেদারি করে চলেছে, যোগান দিচ্ছে ওদেরকে আজও প্রাকৃতিক সম্পদ, শক্তি; বিক্রয় করে দিয়েছে এরা আপন স্বাধীনতা স্বীকার করে নিয়েছে ক্রীতদাস সামিল, বলের প্রভুত্ব।
আর সকল সুবিধাবাদী–গোষ্ঠীও সমর্থন করে চলেছে এই অনাচার।
এখানে আমার প্রয়াস কিছু তথ্য সংগ্রহ করা এবং সবাইকার সম্মুখে তুলে ধরা… কারণ এ পৃথিবী–টা, আমাদের… আপনার, আমার, প্রিয়জনের … বন্ধু হোক শত্রু হোক … সবাইকার। সামান্য যে ডকুমেন্ট সংগ্রহ করেছি দেখুন … আপনিও সংগ্রহ করুন দেখান সবাইকে। … হাততালি হয়ত পাবেন না … আর তার প্রত্যাশা এবং অপেক্ষা না করেই সচেতন করুন লোককে …
“চা–কফি হাউসের আড্ডা“–তেও তো আমরা তাই–ই করেছি…চা, কফি–র পেয়ালাতে ঝড় তুলেছি … হাততালির অপেক্ষায় না থেকে।
… দেরি করলে পরে হয়ত আর হাততালি দেবার কেউ থাকবে না।
যদি পাঠকের আগ্রহ থাকে,… তবে আরও তথ্য দেওয়া যাবে।..
… কোপেনহেগেনে বিশ্ব–আবহাওয়া বৈঠক পরিপ্রেক্ষিতে bali road plan …
http://unfccc.int/files/meetings/cop_13/application/pdf/cp_bali_act_p.pdf
http://www.ipcc.ch/pdf/technical-papers/climate-change-water-en.pdf
এবং নিম্নের লিংক দেখুন এবং দেখান …
http://webcast.un.org/ramgen/ondemand/specialevents/2009/ga090922am1.rm
http://bloggingheads.tv/diavlogs/22592?in=00:00&out=29:47