• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

বাংলা ব্লগ । Bangla Blog

এভারগ্রীন বাংলা ব্লগ

  • ই-বাংলা
  • লাইব্রেরি
  • হেলথ
  • ইবুক

প্রতিরোধ করো বিকৃত যৌনাচার সমকামতাকে

November 13, 2009 by nazrul

PH2009101200949

 সমকামিতা হচ্ছে পৃথিবীর সবচেয়ে জঘন্য মহাপাপ। এ মহাপাপের কারণে সড়ুম এবং গমোরা নামক দুই প্রাচীন নগরী ধ্বংস হয়ে
গিয়েছিল,পরিনত হয়েছিল তিক্ত লবন সমুদ্রে। আর এ সমকামিতা থেকেই পৃথিবীর সভ্যতা বিধ্বংসী মহা আতংক এইডস রোগের উদ্ভব।
কিন্তু দুঃখ জনক হলে সত্য যে সেই মহাপাপ আজ দেশে দেশে আইনগত বৈধতা পাচ্ছে। জাতিষংঘের সদস্যভুক্ত দেশের মধ্য ৮০টি দেশ
ছাড়া বাকি সব দেশেই এটি আইনগত বৈধতা পায়। যা ভাবিয়ে তুলেছে পৃথিবীর সচেতন জনসাধারণদের। এর মাধ্যমে মানুষ পরিনত
হচ্ছে পশুর চেয়ে জঘন্য কীটে,উঠে যাচ্ছে পৃথবীর সকল সুখ শান্তি,ধ্বংস হচ্ছে মানব সভ্যতা। তাই এখুনী রুখতে হবে এ মহাপাপকে,বাচাঁতে
হবে মানব সভ্যতাকে। তাই এসো পৃথিবীর সকল নাগরিক না বলি সমকামিতাকে,প্রতিরোধ করি এ বিকৃত যৌনাচারকে,বাচাঁই বিয়ে প্রথাকে
,গড়ে তুলি সুখের পৃথিবী।

Category: ব্লগ

About nazrul

Previous Post:BANGLA
Next Post:বন্ধু আমার মন ভাঙিয়া আছে পরম সুখে

eBangla.org