অনেক দিন পর যাচ্ছি বাড়ি
মা’র কাছে
পরনে বর্ণমালার শাড়ি
লাল পেড়ে
আলতা পায়ে রেশমি চুড়ি হাতে
কপালে টিপ কৃষ্ণচূড়ার –
টুকটুকে
কালো পাড় রঙ মিশে গেছে আজ
আকাশ মেঘে
বৃষ্টি ছুঁবে বলে
বৃ . .ষ্ . . টি . .
সে কি বৃষ্টি !
জবুথবু মেঘ জড়োসড়ো হয়ে
মুষলধারে বৃষ্টি
আর নয় শোক নয় বিষাদ আর
শহীদদের ঘিরে
সমৃতির মিনার দেখ ; আকাশ ছুঁয়েছে
খুলে ফেলো স’বে কালো অভিজ্ঞান
হাসি মুখে চল ; শহিদ মিনারে . . .
আজ সঞ্চবে মা’র কাছে যাচ্ছি ,
আমার হাত ধরে আমার সন্তান
বিজয়ের হাসি হেসে . . .
মা আমার আজ বেজায় খুশি !