• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

বাংলা ব্লগ । Bangla Blog

এভারগ্রীন বাংলা ব্লগ

হে যুবক তোমাকেই বলছি!

November 3, 2009 by nazrul

হে তরুণ! মুক্তি চাও কি?
দৃষ্টি দাও আল-কোরআনের দিকে।
হে তরুণ! সর্বোত্তম আদর্শ চাও কি?
অনুসরণ করো মুহাম্মদ (সা:) কে।
হে তরুণ! সুন্দর ক্যারিয়ার গড়তে চাও কি?
মন দাও লেখাপড়ার দিকে।
হে তরুণ! সুন্দর যৌবন চাও কি?
এড়িয়ে চলো অসুন্দরকে।
হে তরুণ! মূর্খতা থেকে বাঁচতে চাও কি?
ফিরে এসো জ্ঞানের দিকে।
হে তরুণ! শ্রেষ্ঠ জ্ঞানী হতে চাও কি?
গ্রহণ করো আলকোরআনের জ্ঞানকে।
হে তরুণ! শ্রেষ্ঠ কবি হতে চাও কি?
মান্য করো নজরুল ও ফররুখকে।
হে তরুণ! বিশ্বজয়ী বীর হতে চাও কি?
অনুসরণ করো খালেদ,তারেক,মুসাকে।
হে তরুণ! গণহত্যার ট্যাজেড়ী কি জানতে চাও কি?
তাকাও বিপন্ন ইরাকের দিকে।
হে তরুণ! ঘূণিত মানব কে জানতে চাও কি?
ধিক্কার দাও প্রেসিডেন্ট বুশকেএ
হে তরুণ! পাপের স্বর্গ কোথায় জানো কি?
চোখ রাখো আমেরিকার দিকে।
হে তরুণ! ব্যর্থ সংস্থা কি জানো কি?
তাকাও জাতিসংঘের দিকে।
হে তরুণ! খুনের নরক কোথায় জানো কি?
দেখো সা¤প্রদায়িক ভারতের দিকে।
হে তরুণ! ট্যাংকের আঘাতে বিপন্ন জনপথ কোথায় জানো কি?
দেখো ফিলিস্তিনবাসীদের দিকে।
হে তরুণ! নিজ দেশে পরবাসী কারা জানো কি?
তাকাও ঘূণিত মায়ানমারের দিকে।
হে তরুণ! ন্যায়ের জন্য আগ্রাসিত জনপথ কোনটি জানো কি?
দেখো আফগানিস্তানের দিকে।
হে তরুণ! দস্যুর রাজা কারা জানো কি?
তাকাও আমেরিকা ও বৃটেনের দিকে।
হে তরুণ! মুসলিমের রক্তচোষা জাতি কোনটি জানো কি?
দেখো উগ্র খ্রিষ্ট্রানদের দিকে।
হে তরুণ! সাফল্যমন্ডিত হতে চাও কি?
দুর করো নারী চিন্তাকে।
হে তরুণ! জ্ঞানের যুবরাজ হতে চাও কি?
অনুসরন করো ইবনে সিনাকে।
হে তরুণ! ন্যায়বান শাসক হতে চাও কি?
আদর্শ বানাও ওমর ফারুককে।
হে তরুণ! শ্রেষ্ঠ দানশীল হতে চাও কি?
দেখো আবুবকরের দানশীলতাকে।
হে তরুণ! পৃথিবীর ভূ-স্বর্গ কোথায় জানো কি?
তাকাও নির্যাতিত জনপথ কাশ্মীরের দিকে।
হে তরুণ! দেশ ও ভাষার জন্য কারা শহীদ হয়েছে জানো কি?
শ্রদ্ধা করো বীর বাঙ্গালীকে।
হে তরুণ! ঘূণিত জাতি কারা জানো কি?
ধিক্কার ছুড়ো ইহুদীদের দিকে।
হে তরুণ! নির্যাতিত মানুষের মুক্তির পথ কি জানো কি?
মিশন বানাও জিহাদকে।
হে তরুণ! শ্রেষ্ঠ মৃত্যু কি জানো কি?
শপথ করো শাহাদাতের।
হে তরুণ! মুসলিম হিসাবে বাচঁতে চাও কি?
শেষ করো অশ্লীলতাকে।
হে তরুণ! বিশ্বকে রা করতে চাও কি?
ধ্বংস করো সাম্রাজ্যবাদকে।
হে তরুণ! শান্তির গ্যারান্টি কোথায় জানো কি?
ইসলামী বিধান পালনের দিকে।
হে তরুণ! মুসলিম বিশ্বকে উদ্ধার করতে চাও কি?
ঐক্যের বন্ধনে দুর করো অনৈক্যকে।
হে তরুণ! জান্নাতে যেতে চাও কি?
ফিরে এসো ইসলামী বিধানের দিকে।
হে তরুণ! তারুণ্যকে রা করতে চাও কি?
না বলো মিথ্যা,ধূমপান,মাদক,নকল,দূর্নীতি ও অশ্লীলতাকে।
হে তরুণ! ন্যায় ভিত্তিক সমাজ গড়তে চাও কি?
প্রতিষ্টা করো সমাজে নামাজকে।
হে তরুণ! দারিদ্র দুর করতে চাও কি?
রাষ্ট্রে বাস্তবায়ন করো যাকাতকে।
হে তরুণ! শ্রেষ্ঠ মুসলিম হতে চাও কি?
ভাইরাস মুক্ত করো ঈমানকে।
হে তরুণ! বিশ্বে নির্যাতিত জাতি কারা জানো কি?
তাকিয়ে দেখো মুসলিমের দিকে।
হে তরুণ! বিশ্বে নেতৃত্ব দিতে চাও কি?
পদানত করো তথ্য প্রযুক্তিকে।
হে তরুণ জান্নাতের গ্যারান্টি কি জানো কি?
হেফাজত করো তারুণ্যকে।
হে তরুণ! সফল হতে চাও কি?
দুর করো অলসতাকে।
হে তরুণ! ইতিবাচক হতে চাও কি?
না বলো নেতিবাচককে।
হে তরুণ! বাচঁতে চাও কি?
স্বপ্ন দেখো নিজেকে নিয়ে।
হে তরুণ নিষ্পাপ হতে চাও কি?
চোখের জলে ভাসাও পাপসমূহকে।
হে তরুণ! সাম্যের পৃথিবী গড়তে চাও কি?
ফিরে যাও খোলাফায়ে রাশেদার দিকে।
হে তরুণ! গর্জে উঠ ঈমানদীপ্ত কন্ঠে
বাচাঁও মুসলমানকে, রা করো মুসলিম বিশ্বকে।

Category: ব্লগ

About nazrul

Previous Post:হে যুবক এসো ‌`না’ বলি
Next Post:মন ওরে মনরে

লাইব্রেরি · ডিকশনারি · কৌতুক · লিরিক্স · রেসিপি · হেলথ টিপস · PDF Download

EvergreenBangla.com