November 1, 2009 by শ্রাবণ আকাশরবিবার। সারাদিন বাসায়। হোম এলোন। ইয়ুটিউব দেখি, টিভি দেখি, একটু পর পর খাই আর খাই। আর যে ভাবনাটি সারাদিন মাথায় ঘুরছে- পৃথিবীটা আসলে কেমন। নানা চিন্তা-ভাবনার পর দেখলাম সেই কানাগুলোর হাতি দেখার মতই ব্যাপারটা। যার যেমন মন লয় সে তেমন।Category: ব্লগTag: টিভি, পৃথিবী, রবিবারAbout শ্রাবণ আকাশPrevious Post:মাথাব্যথা আর ঘুম ঘুম ভাবNext Post:হে যুবক জান্নাতে যেতে চাও কি?