(বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে)
ছড়ানো ছিটানো ভাঙা আয়নার কাঁচ
উদ্ধত সুঁচ, বরই কাঁটা, হাঙরের দাঁত
বিছানো কঙ্কর, পেতে রাখা বোম
বালির আড়াল
কোমল কুঁড়ির ভেঙে দিল ঘুম সূর্যাহ্বান
জঠরে সুপ্ত সদ্য সূর্য-ভ্রুণ
উগরে দিয়ে বিষ-লতা বিষ নীল বমন
নারী হয়ে উঠছে সে ক্রমশ
হায়েনার জিবে টসটসে ঝরে জল
কামনা নাচে ফুঁসিয়ে সাপের ফণা
বিষ্ঠা চাটা শুয়োরেরা হাঁকে সংগম হাঁক
দুর্মর আশা, দুর্নিবার চলন, গুড়িয়ে বাঁধা
ভ্রু-কুটি হেরি দেয়াসিনি নারী
আলতা চরণে
বুমেরাং ঘা, উপ-ঘা সপাং
তোদেরই পিঠে