বুঝলাম ব্যাপারটা কঠিন। আর সে জন্যই টগর এটা লিখেছিলেন। কিন্তু ব্যাপারটা কি শুধু বাঙালীদের জন্য নাকি সারা পৃথিবীর সব মানুষের জন্য, সেটা ঠিক এখনো বুঝে উঠতে পারিনি।
বুঝলাম মানুষের চরিত্রের একটা দিক ফুটিয়ে তোলার জন্যই হয়তো লেখাটা লেখা। এবং এই ‘দিক’টা তো নেগেটিভ, তাই না? কিন্তু আমার মনে হয় কোথায় নিজেদের সংশোধন করবো, তা না করে তার এই থিওরীটাকে আমরা দিন দিন শুধু সমর্থন আর সমর্থন করে আরো পাকাপোক্ত করে তুলছি। খালি প্যাচাল আর প্যাচাল। বুঝতে অসুবিধা হয় না জিলাপি জিনিসটা কেন বাঙালীদের এত প্রিয়।