বিশ্বাস-অবিশ্বাসের কোনো কথা নয়।
কাওসার আহমেদ চৌধুরী আমার এ সপ্তাহের রাশিফলে লিখেছিলেন:
“সাংস্কৃতিক সংঘাত একটা বিপজ্জনক ব্যাপার। ধরুন, ছাত্রাবাসের একটি কক্ষে নতুন দুজন ছাত্র এসে উঠেছেন—মুহিব ও সলিমুদ্দিন। এক সকালে সলিম দাঁত ব্রাশ করতে করতে বিরক্তকণ্ঠে রুমমেটকে বলছেন—‘মুহিব মিয়া, আপনার ব্রাশটা এত শক্ত কেন?!’ হাস্যকর হলেও ঘটনাটি রীতিমতো মর্মান্তিক। প্রিয় মেষ, এ সপ্তাহে এ-জাতীয় একটি আঘাত আপনাকে বিপর্যস্ত করতে পারে।”
এই “সাংস্কৃতিক সংঘাত” ব্যাপারটা যে কতটা সাংঘাতিক হতে পারে, কাল রাতে টের পেলাম। ব্যাপারটা ঠিক এভাবে না হলেও ঘুরিয়ে-ফিরিয়ে ফলাফলটা প্রায় একই হয়েছে।
মানুষের সাথে কমিউনিকেশন করাটাই মনে হয় এখন মস্ত বড় একটা সমস্যা। অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক, অমূলক কথাবার্তা এত বেশি হয় যে শেষে ভাবি যে এতক্ষণ ধরে আসলে হচ্ছিলটা কি? যত্তসব ‘ফাও আলাপ’, প্যাচাল প্যাচাল আর প্যাচাল। বাঙালীদের কি খেয়েদেয়ে আর কোনো কাজ নেই!
কি জানি…হয়তো ‘সহজ কথা যায় না বলা সহজে…’