(বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে)
পাহাড়ের চোখে পাথর নুড়ির বৃষ্টি
কুড়োতে চাও কি তাকে?
আর কখনও জমবেনা মেঘ
অভিমানী ওই নীলের বাঁকে
ঝুলবে না বারান্দায় আর
ডুরে কাটা লাল –
হলুদ তাঁতের শাড়ি
বাতাসে উড়বে না চুল
ভাববে না চোখ মুদে
বিবর্ণ আকাশ সাজবে না আর সাত রঙে
ইন্দ্রধনু ব্যর্থ হবে রঙীন হাসি হেসে
এমন বৃষ্টিতে মেশে যদি ঝড়
নুড়িগুলো জমে পাথর হবে
কেবল-ই পাথর
পাথরে পাথরে জর্জর হবে তুমি-ও