ওবামা। নোবেল প্রাইজ। শান্তি। যত্তসব।
কদিন ধরেই এই সব নিয়েই আছে সবাই- ঐ লোকটা এই প্রাইজ পাওয়ার যোগ্য কি না, হেন তেন…
মনে হয় সবাই বাথরুম করার কথা ভুলে গেছে। আরে কমোডের উপর বসে একটু চিন্তা করলেই তো সব ক্লিয়ার হয়ে যা।
কথা হলো- ইসলাম মানেই হলো শান্তি। পৃথিবীতে এই শান্তিপ্রিয় মানুষের সংখ্যাও বেশী। শান্তির উপর কোন প্রাইজ যদি দিতেই হয় তবে শান্তির ধারক বাহক হিসাবে এটা ইসলাম-এরই প্রাপ্য। …এবং প্রতি বছর।
শান্তির কথা উঠলেই বেকুবরা সব গান্ধী বুড়োর কথা আগে তোলে। এই বুড়োকে তো এই প্রাইজ দেয়া হয়নি। তাহলে কেন রে…