ক্র্যাপস্গুলো কখন আসে? অনেকেই হয়তো আমার সাথে একমত- কমোডের উপর বসলেই আসে। যত্তসব উলটা-পালটা!
আজ সকালের ঘটনা। দৌড়াতে না যাওয়াতে সকালে অনেকটা সময় পাওয়া গেল। ধীরে-সুস্থে সকালের কাজগুলো শেষ করছিলাম। তো বাথরুমেও সময় প্রায় দ্বিগুণ লাগিয়েছি। কমোডে বসে তো প্রায় আবার ঘুমিয়েই পড়েছিলাম। তখনই ভাবনাগুলো আসে। আসলে ঐ সময়টাতেই পুরোমাত্রায় দার্শনিক হয়ে পড়ি।
তো আজকে যেটা মাথায় এলো: লোভ।
লোভা আছে- সেটা মনকে বিশ্বাস করাতে চাইনা। কেননা জিনিসটা সুবিধার বলে মনে হয় না। আবার লোভ নেই- এ কথাও মুখে বলতে চাইনা। কেননা তাহলে আবার অহংকার চলে আসে। তাহলে উপায়টা কি! এসব ভাবতে ভাবতে দেখলাম এই ভাবনাগুলো একে অপরের সাথে তালগোল পাকিয়ে একটা বায়বীয় অবস্থার সৃষ্টি হয়েছে।
অপেক্ষায় আছি কখন বা কবে এই অবস্থাটা সম্পূর্ণরূপে উবে যাবে।
তখন হয়তো কেউ লোভ সম্পর্কে জিজ্ঞেস করলে বলতে পারবো: লোভ আবার কি জিনিস!
হে প্রভু, আলো দেখাও…