বাংলাদেশে ফেইসবুক নিয়ে যা হচ্ছে সেটা রীতিমত চরম পর্যায়ের মাতামাতি। অন্তত আমার বাংলাদেশের বন্ধুরা তাই মনে করে। অনেক বাংলা টিভি নাটকেও ফেইসবুকের কথা অহরহ শোনা যায়। মাতামাতির ধরন দেখে নিজেও যে বিরক্ত হইনি তা নয়। তবে সার্ভিসটি ব্যবহার করে খুব একটা খারাপ লাগেনি।
লগইন করেই যে কাজটা করেছি তা হলো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানুষদের নাম ধরে সার্চ। ফলাফল অনেক। তবে যেহেতু ছবি আপলোড করতে মোটামুটি কেউই কার্পণ্য বোধ করে না, তাই অনেকেই পেয়ে গেছি। আবার অনেকের ছবি দেখেও নিশ্চিত হতে পারিনি। একটা মেসেজ রেখে দিয়েছি যাতে আমাকে চিনতে পারলে যেন যোগাযোগ করে।
একটাই সমস্যা হচ্ছে। জানিনা অন্য সবার বেলায় কেমন। সবাইকে খুব দেখতে ইচ্ছে করে। মনে হয় এখনই উড়াল দেই।