ইদানীং এই দুটি বিষয় নিয়ে খুব বেশী ভাবছি। ক্লাসে ইতিহাস কোনোদিনই প্রিয় ছিল না। আজ সেই ইতিহাসই বেশী টানছে। পৃথিবীর ইতিহাস। মানুষের ইতিহাস। ভারতের ইতিহাস। নিজেদের ইতিহাস। আবার “পুরোনো ইতিহাস জেনে গেলে লজ্জা কি তুমি পাবে না” গানের কথাটাও মাথায় ঘুরছে। তবে লজ্জা পাবার কিছু নেই। সত্য জিনিসটা সবসময়ই সত্য এবং সেটা সত্য ভাবে গ্রহণ করার সৎ সাহসও সবার থাকা উচিত বলে মনে হয়। উইকিপিডিয়াতে কিছু তথ্য পাওয়া যাচ্ছে। আরো সোর্স খুঁজছি। যতই জানছি, অহংকারের মাথাটা ততই নুইয়ে পড়ছে। জাগো সত্য। জাগো বিবেক। জাগো জ্ঞান। জাগো আলো। আরো আলো।