• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

বাংলা ব্লগ । Bangla Blog

এভারগ্রীন বাংলা ব্লগ

  • ই-বাংলা
  • লাইব্রেরি
  • হেলথ
  • ইবুক

বনের আগুন সবাই দেখে, মনের আগুন কেউ না দেখে

July 6, 2007 by শ্রাবণ আকাশ

সুপ্রাচীন গ্রিক রাশিশাস্ত্রে দোহাই দিয়ে পছন্দের কোন ব্যক্তি যদি বলেন, “···আপনার অন্তরের আগুন কেউই ভালোভাবে দেখতে পাবে না। হয়তো কোনোদিনই না।”- তাহলে মান-অভিমানের পালাটা আপনা থেকেই কিছুটা কমে আসে। এমনিতেই কিছুদিন ধরে ইন্দ্রিয়ের কিছু অনুভূতি ভোতা করার একটা অলিখিত চেষ্টা মনের মধ্যে চলছে। এ চেষ্টা কতদিন চালাতে পারবো জানিনা, তবে এর মধ্যেই ফলাফল অনেকটা ভাল। কোন টেনশন করছি না, রাগারাগি থেকে দূরে আছি, অহেতুক তর্ক-বিতর্ক করে মাথা গরম হচ্ছে না…আরো অনেক। তবে ‘নিজের জন্য কিছু করা’ ধরনের কাজ বেশী নেয়া হচ্ছে বলে ঘুমটা কমে গেছে। আবার ইচ্ছে করলে ঘুমের সময়টাও বাড়াতে পারছি। আসলে বাড়তি সময়টাতে ঠিক ঘুম হয় না…চোখ বন্ধ করে ইচ্ছে মতন স্বপ্নের জাল বোনা হচ্ছে। এ রকম স্বপ্নকে একটা অদ্ভুত ধরনের খেলা বলা যায়। নিজের সাথেই। মাঝে মাঝে কাউকে টেনে নিয়ে কথোপকথন অথবা চুপচাপ বসে মনে মনে কথা বলা।

ভাবি, এই যে মনে মনে সঠিক কথাগুলো সঠিক সময়ে ঠিকই এসে যায়, বাস্তবেও যদি এমন হত…

Category: ব্লগ

About শ্রাবণ আকাশ

Previous Post:আজ ঝড় হবে
Next Post:চোখে জল এসে গেল

eBangla.org