এক পশলা বলা ঠিক হবে না, মুষলধারে (বানানটা ঠিক আছে তো) বলা যেতে পারে। রাত ১০টা নাগাদ শুরু। কিছুক্ষণ পরে অবশ্য তেজ কমে এসেছিল। তবুও রাতে গরমটা কিন্তু কমেনি। ভোরে উঠে দেখি ৭৫। বাথরুম করে আর বিছানায় যাইনি। ভাবলাম গরমটা বেড়ে যাবার আগেই দৌড়ে আসি। ৬টা ১৫ তে মাঠে, মানে পার্কে চলে গিয়েছি। ০৬২৫ থেকে ০৭০৫ পর্যন্ত তার মানে হাঁটাটুকু বাদ দেয়ার পরও প্রায় ৩০মিনিটের বেশি দৌড়েছি। বাতাস থাকাতে গরমটা কম ফিল হচ্ছিল। তবে বাতাসের জন্য প্রথম দিকে দেখি শ্বাস-প্রশ্বাসে একটু কষ্ট হচ্ছে। আজ ৩০ মিনিট হবার পরও দেখি আরো দৌড়াতে পারি। কিন্তু না। হঠাত করেই বাড়ানো ঠিক হবে না।